মধুছন্দা মিত্র ঘোষ

 লুঠ

 মধুছন্দা  মিত্র  ঘোষ



নির্ধারিত ছক কষা 

  মুখরিত রমণ উল্লাস

তরুণী দেহটি কেবল কেঁপে কেঁপে ওঠে

     ধর্ষকামী চতুর শিকারী থাবায় 


পুষে রাখা রাগ,

প্রতিশোধ স্পৃহা

লোলুপ আঁশটে গন্ধমাখা কাম,

ছিঁড়েখুঁড়ে গ্রাস করছে

      দেহজ খেত ও খামার 


রাতনিঝুম বিলাসে

কিছুই যেন ঘটছে না

রমণ শেষ হওয়া মেঝেতে, শুধু,

মৃতবৎ লুন্ঠিতা শরীরে একান্তে মিশে থাকে

কামজ বিষাক্ত বীর্য    

      অদ্ভুত লালসা


একাকী মেয়ে,

কিছু বুঝে ওঠার আগেই হত‍্যা

হয়ে যায়

শেষ হয়ে যায়

      অনাগত ভোর ও ভবিষ্যত


তার অসহনীয় যন্ত্রণা জর্জর শরীর

      অন্ধকার হয়ে থাকে


হায় ! 

সে মেয়ে জানতোই না

চোরাগোপ্তা সে লুঠ হয়ে যেতে পারে !


পাঠকের মতামতঃ